শত দিন পরে আজ শত কবিতায়
শত মায়াজালে ঘিরেছে শত আশায়,
তব বাংলা কবিতার মায়ার বাঁধন
ছন্নছাড়া কবি আমি করিব যতন।
শত তারার ভিড়ে আমি ক্ষুদ্র অতি
শত ভালোবাসা পেয়ে, পেয়েছি যে শক্তি,
রাখি যেন বুকে ধরে এই ভালোবাসা
কর পূর্ণ ওহে স্রষ্টা, মোর অভিলাষা ।


ঝড়ে, অসহায় কত নীড় হারা পাখি
শত ব্যথা বুকে নিয়ে ঝরে কত আঁখি,
দাও শক্তি মোর কলমেতে হে বিধাতা
কলমেতে উঠে যেন বঞ্চিতের কথা;
কলমেতে যেন আসে বিদ্রোহী ঝংকার
কবিতাই হোক অস্ত্র অনন্ত অপার।।