তোমার স্মৃতির ছবি আমার হৃদয়ে ভাসে যদি
অনন্ত বিরহে জন্ম হয় এক নদী,
আমার বুকেতে তোলপাড় করে নীল নব হাঁস
গভীর আঁধারে ঢেকে যায় যেন মেঘের আকাশ।

তোমারই রূপ-প্রেম সবই অন্ধকার,
এই অনন্ত অপেক্ষা শুধু, শূন্যে মিলিয়ে যাবার
তোমার ব্যথার দানে, সিন্দূর কল্লোলে একদিন
চোরা স্রোতে অন্ধকারে হয়ে যাব লীন।