আমার হিয়া জড়িয়ে ছিল
তোমার প্রাণের সনে
তুমি দিলে মৃণাল কাঁটা
আমার কমল বনে।


তোমায় হারিয়ে ঝর ঝর ঝরে
আমার পোড়া আঁখি
নোনা জল যে নাহি মানে বাঁধ
কি করে তারে ঢাকি।


তোমার বিরহে কাঁদে কোকিল
নিশীথে কাঁদে পাপিয়া
আমার আঁখিবারি কি করে তবে
রাখি বল চাপিয়া?