আমার বুকে বিরহ ব্যথা
ডুকরে কাঁদে ক্ষণে ক্ষণে
পাহাড় সমান ব্যথার নদী
উথলে উঠে অভিমানে।


হা হা কারে ডাকে মরণ
কি সুখে হয় দুঃখ হরণ
পথ হারানো পথের বাঁকে
ব্যথা আমার লুকিয়ে থাকে


অকারণে দিলে গো ব্যথা
আমার এই প্রাণে
আমার দুঃখে কোকিল এখন
কাঁদে বনে বনে।।