আমার অষ্ট প্রহর আজ কষ্টে কাটে
নিরানন্দে এ দুঃখ বিলাস পথভ্রষ্টে  
কার বিহনে কেবল তা আমিই জানি।


আমার কষ্টে ভরা এই নষ্ট জীবন
উপরেতে শুধু মেহেদি পাতার রঙ
কার বিহনে কেবল তা আমিই জানি।


আমার সব হারিয়ে নিঃস্ব জীবন শূন্য অস্তিত্ব
বেদনায় বিষণ্ণতা আমার নির্জন একাকীত্ব
কার বিহনে কেবল তা আমিই জানি।


আমার এ রিক্ত হস্ত, ক্লান্ত হৃদয়ে চির শূন্যতা
গন্তব্যহীন চলার পথে সঙ্গী হীন নিঃসঙ্গতা
কার বিহনে কেবল তা আমিই জানি।


আমার কষ্ট সাগর নীলের আকাশ
আমার কষ্টেই ভরা এ ঘূর্ণি বাতাস
কার বিহনে কেবল তা আমিই জানি।।