আমি অপেক্ষাতে ছিলাম তোমার
সমুদ্র যেমন নদীর অপেক্ষায় থাকে
নদী যেমন থাকে প্লাবনের অপেক্ষায়।।


আমি অপেক্ষাতে ছিলাম তোমার  
চাতক যেমন বৃষ্টিরই অপেক্ষায় থাকে  
বৃষ্টি যেমন থাকে মেঘেরই অপেক্ষায়।।


আমি অপেক্ষাতে ছিলাম তোমার
ঝড় যেমন থাকে বৈশাখেরই অপেক্ষায়
বৈশাখ যেমন একটি বছর অপেক্ষায় থাকে।।

আমি অপেক্ষাতে ছিলাম তোমার  
যুদ্ধ যেমন বিপ্লবের অপেক্ষায় থাকে  
বিপ্লব যেমন থাকে সংঘটিত হওয়ারই অপেক্ষায়।।  


আমি অপেক্ষাতে ছিলাম তোমার
শুধু তোমারি অপেক্ষায়।।