আমরা অর্গানিক, আমরা শৈল্পিক
আমরা দুহাজার চারের ব্যাচ
আমরা গৌরীপুরের দামাল ছেলের দল
একতা মোদের শক্তি,বন্ধন মোদের বল
আমরা নই তো দুর্বল...........;


জয় পরা জয় ভাই, বড় কথা নয়!
আমরাও লড়তে জানি
আমরাও পারি ছড়াতে বিস্ময়.....
আমাদেরও আছে হিম্মত!
পৃথিবী একদিন হবে আমাদের হাতের মুঠোয়
মৈত্রীর বন্ধনে এবার নিয়েছি শপথ।


আমাদের আছে সততার শক্তি
অনুজের প্রতি আছে স্নেহ,
গুরু জনে আছে ভক্তি.....
আমরা তরুণ, আমরা অরুণ
আমরা সাহসী বীর
আমরা অন্যায়ের কাছে
কখনও নত করিনা শির;
আমরা দুর্বলের ঢাল
ব্যতীতের ছায়া
আমরা অনাহারীর মুখে তুলে দেই অন্ন
হৃদয়ে আছে দুঃখিদের প্রতি মায়া।


আমরা আগামীর উদিত রবি
আমরা সময়ের রঙিন ছবি
আমরা শৈল্পিক ম্যাচ
আমরা দুহাজার চারের ব্যাচ।।


    (এই কবিতাটা আমি লিখেছিলাম গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২০০৪ ব্যাচ এর জন্য।। আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট- এর জন্য '২০০৪ ব্যাচ' এই গ্রুপটির নাম দেওয়া হয়েছিল "Organic Zero Four" তাই আমার কবিতার নামও দিয়েছিলাম "অর্গানিক জিরো ফোর")