প্রিয় অস্পর্শিনী,
তীব্র শীতের অসীম কুয়াশার
চাদরে যেমন করে
প্রকৃতিকে ঢেকে রাখে-
আমার বুকের ভেতরটা
যেন আজ তেমনি করেই
কষ্টের চাদরে ঢেকে আছে।
কাঠঠোকরা যেমন কাঠ
টুকরে টুকরো করে-
আমার হৃৎপিণ্ডটা
তেমন তীব্র কষ্টে টুকরো
হয়ে যাচ্ছে।
কষ্টে পুড়া আবরণে ঢাকা
নিজের মুখটা দেখে
নিজেই আঁতকে উঠি…
কি বীভৎস এই বেঁচে থাকা;
বারবার যেন পুড়া এই
চোখের সামনে ভেসে ওঠে
নীল বেদনার পর্দা..,
শুধু তোমার বিহনে
হে অস্পর্শিনী..
তবু তুমি ভাল থাক।।