অতটা চাইনি আমি
এত প্রাপ্তি এত আয়োজন
অত ভৈবব অত অভিনন্দন
চেয়েছিলাম যে আরো কিছু কম।


চেয়েছিলাম প্রতি ভোরে  কেউ একজন
আমাকে ঘুম ভাঙাতে ডাকুক
চেয়েছিলাম মধ্যদুপুরে কেউ একজন
আমার হাত ধরে বৃষ্টিতে ভিজুক।


চেয়েছিলাম ক্লান্ত বিকেলে কারো হাতে
এক কাপ কড়া চায়ের চুমুক
চেয়েছিলাম জোৎস্নার রাতে কেউ আমার
হাত ধরে বসে চাঁদ দেখুক।


চেয়েছিলাম কেউ একজন
প্রিয় বলে ডাকুক
চেয়েছিলাম একটি রমণী
শুধু আমারই হোক।  


চেয়েছিলাম কারো ভাবনায়
সারাক্ষণ করি পাগলামি
চেয়েছিলাম কেউ একজন কানে কানে
ফিসফিস করে বলুক
ভালোবাসি তোমাকে আমি।