অতি সাধারণ আমি, তোমাদের মনে,
পাই যদি ঠাঁই, আমি ধন্য তবে হব,
যত দিন আছি বেছে, তোমাদের রব,
ফুটিব ফুলের মত কুহেলিকা বনে।
পাখিদের মত আমি, তোমাদের সনে,
গানে কলতানে আমি, সুরে মাতাইব।
মনে যত কথা আছে, সব কথা কব,
যদি ঠাঁই পাই ভাই, আমি অনুক্ষণে।


যদি আমি পাই ঠাঁই, তোমাদের মাঝে,
নিশি দিন তনু-মনে করিব যতন,,
গন্ধ ধুপ বিলাইব, সকালে ও সাঁঝে।
ভাবি! কি করে যে হব, তাদের মতন,
জ্ঞানী গুণী আছে যত আসরের মাঝে,
আকাশে তারার মত, স্বরূপ রতন।


(এই সনেটে পংক্তির মিলবিন্যাসঃ-
কখখক, কখখক,গঘগ, ঘগঘ,)