আমার এই প্রেম মিথ্যে হয় গো যদি
বিরহ অনলে জন্ম হবে এক নদী,
নদী আমায় ডাকে না যদিও ডাকে আকাশ নীল
আকাশ নীলে মেঘের ছায়ায় উড়ছে গাঙচিল,
চিল তো নয় এই তো আমার প্রিয় ময়না পাখি
ময়না ওরে প্রেমের সুরে তোমাকেই আমি ডাকি
ডেকে ডেকেই তোমাকে আমি হলাম পাগল পারা
তোমায় ভালোবাসি আজও আমি তাই ঘর ছাড়া;
ঘর আমার নেইকো তবু আকাশের বুকে বাড়ি
আকাশের বুকে বাড়ি তবুও মেঘের সাথে আড়ি,
আড়ি আড়ি আড়ি মেঘ তুমি যাও দূরে,কষ্ট ভাল্লাগেনা ছাই
আমার বুকে কষ্টের পাহাড় তাই প্রেমের ময়নাকে চাই;
ময়না আমার আমি যে গো  তোমার প্রেমেতে মরি
তোমার স্মৃতি বুকে নিয়ে আজও পথে পথে ঘুরি,
ঘুরতে ঘুরতে আবার হয়তো তোমার পাব দেখা
কোথায় তুমি?তোমায় হারিয়ে আজো যে প্রেম একা!!