প্রিয়া তুমি বলেছিলে,
আমাকে উদাসীন নিশীথের সেই প্রেম শেখাবে
ক্ষণিক ললাট ছুঁয়ে উপহার দিবে
সর্বাঙ্গের শিহরন।
তুমি বলেছিলে, সুগন্ধির সঙ্গ পাব
দ্বিপ্রহরের বিজন ছায়ায়।
তুমি বলেছিলি, আল জিভে মুখ ছুঁয়ে
প্রেমেরই শব্দ ফোটাবে ব্রহ্মাণ্ডের পাতালে।
বলেছিলে পাহাড় দেখাবে,
শুভ্র কাশ বন এর মত মোক্তার ঢিবিতে থাকা
কস্তুরীর ঘ্রাণ।
বলেছিলে গহন অরণ্য দেখাবে,
অপার্থিব নির্জনতায় ফুলের
সুবর্ণ রেখার গন্ধে ভরা গভীর গহ্বর।
বলেছিলি সমুদ্রের সীমানা দেখাবে,
যেথায়  রয়েছে নিকষ আঁধারেরই
মাঝে সুবর্ণ কঙ্কণ।
বলেছিলে, ছেলেমানুষি শরীরটাকে
টুকিটাকি লোভ সাঙ্গ করে ঘুম পাড়াবে।


আমি তাই এখনো নির্ঘুম অপেক্ষায় আছি
তোমার আবৃত যৌবনেরই শরাব পান করে
মাতাল হয়ে উদাসীন নিশীথের সেই প্রেম শিখব বলে।।