রেখে গেলাম আমার স্মৃতি
তোমার আশেপাশে
যেথায় রাতের কষ্টগুলো
ঘুম জড়িয়ে আসে।

যেথায় মেলে হরেক রকম
তারা বাতির মেলা
যেথায় গায়ে কাদা মেখে
বালক করে খেলা।


যেথায় নিবিড় বনের ভিতর
দোয়েল ধরে গান
যেথায় মিশে একি সাথে
জমিনে আসমান।


যেথায় নদী শান্ত হলো
পাখি উড়ে ঝাঁকে
যেথায় শিল্পী মনের সুখে
তোমার ছবি আঁকে।


যেথায় কবি তোমায় নিয়ে
লেখে কাব্য গাথা
যেথায় থাকে একটি কুঁড়ির
দুটি সবুজ পাতা।


যেথায় ফোঁটে পদ্ম শাপলা
গাঁয়ের বিলে ঝিলে
যেথায় তুমি ভালোবাসার
গল্প বলেছিলে।

যেথায় ধানের সবুজ রঙ
হলুদ হয়ে রবে
বন্ধু তুমি খুঁজো যদি
সেথায় আমায় পাবে।।