মনে রেখো একদিন আমিও ছিলাম
তোমারই বুকের গভীরে...
সেদিন তুমিও ছিলে, এবং তুমি ছিলে!
আমার হৃদয়ের প্রতিটি রক্ত কণিকায়..,


তখন প্রতিটি শীতের ভোরে অনেক রোদের পরশ মেখে
ছুঁয়ে যেতে আমার বুকের বাঁপাশ শিশির প্রেমিকা,
তখন প্রতিটি ভোর হয়ে যেত ভীষণ রকম
বসন্তের ঘ্রাণ মাখা...
প্রতিটি সকালে এক ঝাঁক মায়া পাখি
আমার সব চুম্বন নিয়ে চলে যেত তোমার কাছে
এবং দুপুরে স্নায়ুতে সুকৌশলে ঢুকে যেত প্রেম,
আর সেই প্রতিটি হলুদ সন্ধ্যায় যেন
তোমার উরুতে গালে ঠোঁটে
ফোটে থাকতো লাল নয়নতারা ফুল
এবং প্রতিটি রাতেই তোমার চুলের স্নিগ্ধ ঘ্রাণ
ভাসমান মেঘের মতোই উড়ে আসত আমার জানালায়.....।।