এই যে এখন মুক্ত হাওয়া বইছে
দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিমে
দোদুল্যমান হাওয়া
এই যে আমরা আজকে স্বাধীন জাতি
আমরা জন্মেছি এই স্বাধীন মাটিতে
আমরা ঘুরছি খেলছি পড়ছি খাচ্ছি
এই স্বাধীন মাটিতে
একদিন এই সব পরাধীন ছিল  
একদিন সব বন্ধ ছিল
এই মুক্ত হাওয়া এ দখিনা বাতাস।।


একদিন আমাদের পূর্ব পুরুষের
পায়ে বেড়ি পড়া ছিল
একদিন আমাদের পূর্ব পুরুষের
ফ্যাকাসে চেহারার একটা বিবর্ণ মুখ ছিল
একদিন আমাদের পূর্ব পুরুষের
মুখের মধ্যে কুলুপ আটকানো ছিল
একদিন আমাদের পূর্ব পুরুষের
ঘাড়ের উপর জোয়াল চাপানো ছিল
একদিন একটা গাছকে
সমূলে উপড়ে ফেলারই ষড়যন্ত্র হয়ে ছিল।।


তারপর একদিন
মুজিব নামে এক বীর পুরুষ এল
বলল, আমরা আর মুখে কুলুপ এঁটে থাকব না
আমরা চিৎকার করব
বলল আমরা আর পায়ে বেড়ী পরে  থাকব না
আমরা সব বাঁধনই ছিন্ন করব।
বলল আমরা আর চুপ থাকব না
আমরা এবার আওয়াজ উঠাব মুক্তির।


তারপর সেই বীরপুরুষের ডাকে
রেসকোর্স ময়দানে একত্রিত হলো
আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা তরুণ সব মানুষ।
সেই সমাবেশে তিনি তার ভাষণে বললেন
আমরা অনেক অত্যাচার সহ্য করেছি আর সহ্য করব না
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো
শত্রুর মোকাবেলা করতে হবে
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।।


তারপর দীর্ঘ নয় মাস ধরে তুমুল যুদ্ধের পর
মুক্তি পেল সবাই  
মুক্ত হলো আমাদের দেশ
সেই থেকে আমরা স্বাধীন।