খোলসের আবরণে ঢাকা শুঁয়াপোকা-
জীবন আমার; আমি ক্লান্ত প্রাণ এক
প্রলাপ-পাণ্ডুর পৃথিবীতে; সমুদ্রের
প্রতিধ্বনিময় এক খণ্ড আঁকাবাঁকা
গুহার আঁধারে;


মাঝে মাঝে সাধ হয় আমার দু হাত
প্রসারিত করে দেই বায়ুর ভিতর;
মনে হয় কোনো দূর পৃথিবীর বুকে
ফাল্গুনীক জ্যোৎস্না স্নানে আমি সিক্ত হই।
মনে হয় চৈত্র রাতে সাদা সাদা মেঘে
অনেক নক্ষত্র নিয়ে নিরুদ্দেশ বাতাসের সঙ্গে
ভেসে ভেসে যাই দূরে, দিগন্তে ওপারে।
মনে হয় সোনা রুদ্রে এই সাগরের
কল্লোলের কুয়াশায় প্রতাপ শিশিরে  
নিজেকে হারিয়ে ফেলি ওই নীলিমার বলয়ে।
মনে হয় আমি মুক্ত স্বাধীন ডানার
প্রজাপতি হয়ে উড়ে যাই
আকাশে আকাশে দিগন্তের অজানায়।


কিন্তু হায় আমি বন্দী  !!
আমি বন্দী শুঁয়াপোকা;
অথচ যারা স্বাধীন তারা?
তারা এ স্বাধীনতার -
কত টুকু মূল্য দিতে জানে?
শুধু জানে শুঁয়াপোকা;………
প্রজাপতি হতে তার আর -
কত মূল দিতে হবে।।