শুনো শুনো ওহে ভাই, আজ বলে যাই
সাম্য ছাড়া এ ধরায় সুখ কোথা নাই।
দলে দলে যত হও ভাগ
সাম্য বিনা পাবে নাকো সুখের পরাগ।
যত করো মত বাদ
বাড়ে শুধুই বিবাদ।
দেশে দেশে হয় ভাগ,জাতিতে জাতিতে কাঁটাতার
তবু কি কমেছে ভাই আজো শকুনের অনাচার?
প্রাচীরে প্রাচীরে যত কর অন্তরাল
পথে পথে পরে রবে মানব কঙ্কাল।
ধর্মের মুকুট যত পরিয়ে পরিয়ে
রেখেছে মানুষ দূরে সরিয়ে সরিয়ে
হেনেছে শূল তত মানবতার তরে
বেড়েছে আগুন শুধুই যে সভ্যতার ঘরে ঘরে।


মানুষ হয়ে তবু নাই যে মানুষ পরিচয়
কোন জাতি, কোন ধর্ম? জিজ্ঞাসা শুধু সর্বময়,
কোন দলে আছো তুমি সাদা নাকি কালো
ঐ দল কুৎসিত ভাই এই দলে চলো।
সহসা জিজ্ঞাসা চলে তবু বারে বারে
দলে যদি নাই থাকো, মর অনাহারে।
এমনি করে জগতে চলে দিন রাত
দিনে দিনে বেড়ে চলে শুধুই প্রভেদ।


শোনো ভাই বলি তাই আজ নেই ভয়,
হৃদয়ে গাঁতি মানুষ পরিচয়-
দিকে দিকে হোক আজ শুধুই সাম্যবাদের জয়।।