ষ্টেশনেতে যাত্রীদের ভিড়;
তবুও সিঁড়ির পথে তাকে ঠেলে যে গেলাম উঠে;
গাড়ি ছেড়ে দিলে সব সময় যখন হয়ে যায় স্থির
পাশাপাশি বসেছিল শান্ত হরিণীর..
বালির কণিকা শুধু পৃথিবীর দিকে যায় ছুটে
অবশেষে যাত্রা শেষ হয় তবু শাশ্বত রাত্রির।


ছিলাম গাছের মতো মনে ডানা মেলে
পাশে যেন বসেছিল ছায়া
সারাদিন মিছে কেটে গেলে
নিরাশায় ব্যর্থতায় বাড়ে কেন মায়া?


সেদিন দেখেছিলাম তারে শত মানুষের ভিড়ে  
তার দুটি চোখ যেন আমার অন্তরের গভীরে,
হাজার বছর ধরে জমে আছে হৃদয়ের ঋণ  
হংস মিথুন ছিলাম মনে হয় কোনো একদিন।


সময়ের বুঁদ বুঁদ উঠে থেকে থেকে  
সূর্য ভরা ফাল্গুনের দিনে
আমাকে সে নিয়েছিলো ডেকে;
ঘড়ির কাটার থেকে সময়ের স্নায়ুর স্পন্দনে
অবিরল স্নিগ্ধ গন্ধ ঝরেছিল হৃদয়ে, বন্ধনে।


প্রশ্নটিও করেছিল হটাৎ…..
আমার নাম জানোনা বুঝি?
মাথা নেড়ে না বলেছিলাম,
মৃন্ময়ী; মেয়েটি এসে বলেছিল নাম,
আজো যেন আমি সেই মেয়েটিকে খুঁজি।।