আমার তখন উঠতি বয়স
আমার তখন উনিশ
মাঝে মাঝে বুকের ভিতর
কোকিল দেয় শিস।


তোমার তখন ছট পটে মন
ষোড়শীরই যৌবন
স্নিগ্ধ মায়ার অপরূপ হাসিতে
ভরায় আমার ভুবন।।


মুক্ত বিহঙ্গের মতো উড়ে
আসতে আমার বাড়ি
নীল পরীর পাখা উড়িয়ে
নীল রঙেরই শাড়ি।


তোমায় দেখে আমার রক্ত কোষে জাগে
প্রেমের মাদকতা অজানা শিহরণে
তোমার ঐ হাসি ভরা মুখ ভেসে উঠে যেন
বারবার আমার হৃদপিণ্ডের ঐ স্পন্দনে।


তোমার লুকানো আঁচলের ভাজে
প্রেম ছিল আমার
দেখেছি নিষ্পাপ প্রেমেরই দীপ্তি
যেন অগণিত বার।


তারপর সময়েরই পরিহাসে
চিল খুঁজে নিয়ে কুঞ্জবন
গ্রহণের আঁধারে ঢাকে যেন
আমারই মধু ক্ষণ।।


আমার হৃদয় জুড়ে বৃষ্টি তুমুল
তবু আমি আকাশে মুখ ঢাকি
তুমি তখন উড়াল দিলে
আমি দহন জ্বালায় চুপটি করে থাকি।।