আমি এখন সুপ্ত হয়ে আছি
শুআ পোকা র মত
বিশ্বাস একদিন প্রজাপতি হব
নীল, হলুদ, লাল, বেগুনী পাখনা মেলে উড়ে যাব
আকাশে আকাশে দিগন্তে
অথবা ফুলে ফুলে মধু খাব
লাল লাল ফুল আমাকে অভ্যর্থনা জানাবে
তারপর অনেক বন্ধু হবে আমার
আরও অনেক প্রজাপতি
রংধনু র মত পাখনা মেলে আসবে প্রজাপতিরা।


আমি এখন লুপ্ত হয়ে আছি
বীজের ভিতর অঙ্কুরে
বিশ্বাস একদিন গাছ হব
অনেক ডালপালা গজানো গাছ
পাখিরা এসে অভ্যর্থনা জানাবে আমায়
আমার ডালে বাসা বাধবে বনো হংসীরা
ভোরের শিশির টলমল করবে আমার পাতায়
ক্লান্ত পথিক শিতল হবে আমার ছায়ায়
আমি হব ফলের ভাড়ে নতজানু এক গাছ।


আমি এখন ভৃ-গর্ভস্থ হয়ে আছি দূর পাহাড়ের অভ্যন্তরে
বিশ্বাস একদিন ঝর্ণা হয়ে বের হয়ে আসব
খল খল ধ্বনিতে আন্দোলিত করব চারদিক
আমার উষ্ণ জলে স্নান করবে
অথবা আমার সচ্ছল জলে পা ভিজিয়ে বসে থাকবে কোন এক বালিকা।


আমি এখন উড়ে উড়ে বেড়াচ্ছি আকাশে আকাশে
দিগন্তের এপার থেকে ওপারে মেঘ হয়ে
বিশ্বাস একদিন বৃষ্টি হয়ে ঝরে পরব
আমার বৃষ্টির ফোঁটায় সতেজ হবে পৃথিবী
ছাতক পাখিরা তৃষ্ণা মেটাবে আমার জলে।