আমি দুরন্ত তরুণ,
আমি অশান্ত জাগ্রত বরুণ।
আমি দুর্দম্য- দুর্বার, তীক্ষ্ণ-তিক্ত,
নতুনত্বের উন্মাদনায় আমি সিক্ত।
আমি মানি না ধৈর্যের বাধ,
আমি যে চেতনায় উদ্দাম প্রতিবাদ
আত্মপ্রত্যয়ে আমি যে সীমাহীন,
আমার হাতেই বাজে প্রতিবাদী বীণ।


আমি উত্তাল-অশান্ত,
আমি মুছে দিব সদাই আছ যা ভ্রান্ত।
আমি যে শানিত ধার উন্মুক্ত তরবারির,
আমি সম্মুখে যা পাই করি যে চৌচির।
আমি যে সতেজ প্রাণের স্পন্দন,
আমি মানি না কোন বন্ধন।


আমি বীর!
আমি প্রতীক চির শক্তির।
আমি দুর্দিনের অগ্রগামী,
নিরাশার আশা আমি।
আমি দুর্দমনীয়ার অরুণ-বরুণ,
আমি যে চির তরুণ।


আমি যে চির তরুণ নিবেদিত প্রাণ,
গেয়ে যাই তাই তারুণ্যের জয়গান।