খুব সম্ভবত পূর্ব জন্মে আমি ফেরিওয়ালা ছিলাম,
সুখের ফেরিওয়ালা...
সুখ কিনতাম সুখ বিক্রি করতাম।
তারপর একদিন টগবগ ঘোড়ায় চড়ে
রাজবংশের এক নারী যোদ্ধা এলো
খোলা চুল, মায়াবী হরিণী চোখ;
হি হি করে হাসতে হাসতে
আমার ঝুলিতে থাকা সব সুখ কিনে নিয়ে গেল,
বিনিময়ে দিয়ে গেল রাজকীয় জীবন
সোনার পালঙ্কের স্বাদ।
সেই সোনার পালঙ্কে শুয়ে থেকে থেকে
একদিন হয়ে গেলাম মরা বাঘ,
অতঃপর তিন জন্ম গেলো
পিঁপড়ের, বাঁদরের আর শুঁয়োপোকার।
তাই এ জনমে আমি দুঃখ বিক্রি করি
দুঃখ বেচতে বেচতে একদিন হয়তো
মাটির সাথে দেখা হয়ে যাবে
অতঃপর সোনার পালঙ্ক ছেড়ে মিশে যাব মাটিতে।।