শিকলের ভয়ে শিশুটি আর কাঁদে না
শিশুটি এখন জেনে গেছে  
গত ঝড়ে ডুবে যাওয়া জননীর
শব্দহীন আগুনে অঙ্গার হতে হতে
শিকলে জং ধরে গেছে অনেক আগেই
তাই শিশুটি আর ভয় পায় না শিকলের হুংকার।
শিশুটি এখন অদ্ভুত আঁধার কেটে কেটে
ক্রমাগত তৈরি করে সাঁকো,
ধানক্ষেত জুড়ে বিছিয়ে দেয় শান্ত জোছনা,
যুদ্ধের ইশতেহার কেটে কেটে তৈরি করে
পেলব গীতিকবিতা;
শিশুটি এখন স্বপ্ন দেখে আকস্মিক
কয়েকটি দেশলাই বাক্স একত্রে জ্বলে উঠবে...
তারপর শুধু আলো আর আলো!
সেই আলোয় পথ চিনে চিনেই
একদিন সে ফিরে যাবে মায়ের কোলে।।