সুশীল গাধা কে মুলো দেখিয়ে দেখিয়ে
হাটিয়েছো তো অনেক পথ
মাথার ঘিলুতে তুমি চামচ নাড়িয়ে
শেখালে রুগ্ন শপথ!


কলা দেখে আমরা শুধু নেচেছি বাঁদরের নাচ
তোমার ই ইশারায় জঠরে জন্মায় নষ্ট ভ্রূণ;
শূন্য অধরে শুকনো খড়-ঘাস, শুষ্ক পথ-ঘাট
আঙ্গুলে টোকা দিলেই এখন রক্তে জ্বলে আগুন।


কাঁঠাল পাতা খাইয়ে, কয়লা কে বুঝিয়েছ হীরে
সব ঝুট, সব মিছে; এক জীবনেই দেখেছি বহুত ছল
রোদ উঠে গেছে; মিষ্টি কথায় আর ভিজে না চিঁড়ে
এবার না হয় আমাদের কে দিও একটু জল!