ভুল করে হাসি আমি ভুল করে কাঁদি
ভুল ঠিকানায় আমি ভুলে ঘর বাঁধি
ভুল করে যাই কাছে ভুলে হই পর
আমার ভুলের বুজি আমি কারিগর।।


ভুলের হিসেব আমি ভুল করে কষি
ভুল করে ভুল চরে ভুল জমি চষি
ভুল পথে ভুল করে ভুলে পা বাড়াই  
দিক ভ্রমি ভুল দিকে নিজেকে হারাই।।


ভুল করে গাই গান ভুলে আমি কবি
ভুল করে ভুল রঙে আঁকি প্রিয় ছবি
ভুল করে পড়ি প্রেমে ভুলে চাই মাফ
ভুল যেন জীবনের ঘোর অভিশাপ।।


ভুল পৃথিবীতে খেলে, ভুল ভুল খেলা
ভুলের হিসেব কষে চলে যায় বেলা
দিনশেষে আধারেতে নিজেকে হারায়
জীবন খাতার পাতা খালি থেকে যায়।।


ভুলের পৃথিবীতে সবাই করে ভুল
নিজের ভুলেই গুনে নিজেই মাশুল  
ভুল হলে হোক, যেন থামি নাকো তবু
সঠিক পথের দিশা পাই যদি কভু।।


ভুল মানুষের হয়, শয়তানে নয়
ভুল কেন তবে, জীবে কাঁটা হয়ে রয়!
ভুল করে কেন সবে হারা হই হুশ?
সব ভুলে ক্ষমা চেয়ে, আমিও মানুষ।।


(অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত তিন ছন্দের মিলিত প্রয়োগ প্রয়াস)