অতঃপর কোন একদিন আমি ঘাস হয়ে যাব
আমাকে মাড়িয়ে যাবে তখন মানুষ
দাঁড় কাক, শকুনের দল;
ধূসর হয়ে লেপটে যাবো, যেন আমি পিষে যাব
শীতের শিশির হায়, ভেজাবে আমায়
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে যাযাবর রোদ্দুরে পোড়াবে,
ভাসিয়ে নিবে আমায় বর্ষার বর্ষণে  
করুণ নদীর স্রোত বেদনার জল,
আমার শরীর তখনও ঘাস হয়ে রবে।
অবশেষে সুকৌশলে, পশুদের দল
তীক্ষ্ম দাঁতের কামড়ে কেটে নেবে আমার মস্তক
হাত পা আঙুল, স্বপ্নভরা রক্তাক্ত হৃদয়;
আমাকে মুছে ফেলার সে কি জঘন্য প্রয়াস!
তবু আমার শিকড় থেকে যাবে মাটিতে নিঃশব্দে...


ভেবেছ মাড়িয়ে যাবে আমাকে পায়ের নিচে,
পিষে যাবে রোজ;
তবু দেখে নিও বন্ধু
একদিন আমি মাথা তুলেই দাঁড়াব!
আমাকে মুছে ফেলা কি এতই সহজ?