বাতাসের চোখে তো কান্না থাকতে নেই!
বাতাস এখন আর কাঁদে না তেমন,
সব জল মেঘ কে দিয়ে আজ সে চির বিষন্ন গোলাপ
এখন সে মাঝে মাঝে রোদ্দুরের কাছে যায়
মেঘ আর রুদ্র ছাড়া তার আর কোনো বন্ধু নেই,
অভিমানে মুখ ফিরিয়ে নেয় সবাই
বাতাসের কাছে এলে প্রদীপের আলো নিভে যেতে চায়
বাতাস বইতে গেলে ঝড় উঠে
লন্ডভন্ড প্রেমিকার বুকে জমে অসীম স্তব্ধতা
বাতাসের কোনো বন্ধু থাকতে নেই...
তবু ওই যে দূরের বনে
জুঁই চামেলীর ডগায় মেঘ ডাকছে, আজ বৃষ্টি হবে।।