তুমি আর এসো না কবিতা
এই বৃষ্টিস্নাত সুপারির বনে
এখন নির্জনতা থাক ভীষণ নির্জনতা,
কিছুক্ষণ ঘুমোতে দাও কবিকণ্ঠ
কিছুক্ষণ নিথর আকাশ দেখি
কিছুক্ষণ স্তম্ভিতই থাক বিষণ্ণ বিকেল
কিছুক্ষণ নীরবতা থাক গহীন অরণ্য
ছায়া বেড়ে যাক, গাছেদের সাথে কথা হোক কিছুক্ষণ
কিছুক্ষণ গান শুনি হাওয়ায় হাওয়ায় শন শন
কিছুক্ষণ খুলে দেই মগজের জানালা...
শিরা ও ধমনীতে ঢুকে যাক একটা নদী
লোমকূপে জমে থাকুক নারীর নিঃশ্বাস
মাদকতা জেগে উঠুক আমার কাম-রাঙা মনে,
আমিও না হয় নদী ও নারীর কাছে একবার ঋণী হলাম।।