আমার সমস্ত কৈশোর কে আমি ভেঙেছি শুধুই
তোমার জন্য যৌবনের নৈবদ্য সাজাবো বলেই।


আমার সমস্ত কোলাহল কে আমি নিঃসঙ্গতার
আগুনে পুড়িয়েছি শুধু তোমাকে সঙ্গ দেবো বলে।


আমার সমস্ত নৈসর্গিক দৃশ্যপট গুলো আমি
নির্দ্বিধায় ফেলে দিয়েছি দুর্গন্ধ ভরা নর্দমায়;
শুধুই তোমার চোখে নতুন একটি
পৃথিবী আঁকবো বলে।


আমার সমস্ত বাসনার প্রজাপতি গুলো আমি
অন্ধ করে দিয়েছি শুধু তোমার বাসনার মূল্য দিব বলে।


আমার সমস্ত অমৃত নেশার পাত্র গুলো আমি
পাতালে দাফন করে দিয়েছি শুধুই
তোমার নেশায় মাতাল হব বলেই।


আমার সমস্ত প্রিয় কবিতার পংক্তি গুলো আমি
ঘোর আঁধার কৃষ্ণগহ্বরে বন্দি করেছি
শুধুই তোমার জন্য নতুন একটা
কবিতা লিখব বলে।


আমার সমস্ত সত্তা কে আমি আমার
জন্মের মাটিতে মিশিয়ে দিয়েছি শুধু
তোমার সুষমা-সত্তা রঙিন মুহূর্তে
জন্ম নেব বলে।


আমার সমস্ত আমি কে, আমি ভেঙেছি, গুঁড়িয়েছি,
নিঃশেষ করে দিয়েছি শুধুই তোমার-
তোমাতে নিবিষ্ট হবো বলে।।