বদলে গেছো তুমি অনেক আস্তে আস্তে কেমন করে
কেমন করে ভুলেই গেছো স্মৃতি মাখা দিনগুলি সব
দীর্ঘ দিনের স্মৃতি ঘেরা তোমার আমার চেনা শহর
তোমার কাছে এখন বড়ই বিতৃষ্ণা আর বিশ্রী লাগে।।


একটা সময় আমি ছিলাম আমিই ছিলাম তোমার কাছে
হীরার মতোই ভীষণ দামি বলিউডের হিরোর মত
আমি ছিলাম তোমার কাছে সুদর্শন আর উত্তম পুরুষ
ঝিলের ধারে বসে থাকতে অযুত সময় মুখোমুখি।।


তুমি আমায় বলতে সখা তোমায় বলতাম মন ময়ূরী
কোথায় এখন ভালোবাসা ধরতে বাজি আমার জন্য-
একটা জীবন; কোথায় এখন বকুল ফুলের মালা খানি?
আমার জন্য গেতেছিলে রাত্রি জাগা পাখি হয়ে।।


এখন তুমি অন্য মানুষ অন্য রকম সবকিছুতেই
অন্য কেউ আজ বসত করে তোমার নতুন সত্তা জুড়ে
এখন তোমার নতুন সুভাষ নিত্য নতুন ভালোবাসায়
আমি আজও সেই তোমাকে খুঁজে বেড়াই নিত্য আশায়।।


(কবিতাটি সাজানো হয়েছে স্বরবৃত্ত ছন্দের চারমাত্রা, চার স্তবক, চার পংক্তি, এবং চার পর্বে।। জানিনা এর মধ্যে কোন নতুনত্ব আছে কিনা তবে আমি আমার মত সাজাতে চেষ্টা করেছি।।)