হাজার বছর ধরে আমি বসে আছি
গোলাপ হাতে তুমি আসবে বলে প্রিয়া।
প্রভাতে শিশির গুলো জমিয়ে রেখেছি
তুমি এসে তাতে পা বেজাবে বলে প্রিয়া;
নীল আকাশের মেঘমালা
জ্যোৎস্না নদী
আমার ক্লান্ত কবিতাগুলো
তোমার দেয়া প্রশান্ত ডায়রিটি
অপেক্ষায় আছে
তুমি আসবে বলেই প্রিয়া।
এই বসন্তে আমার একান্ত সময় গুলি
আমার ভেতরে দীর্ঘশ্বাস,
সিন্ধুপারের শুভ্র শঙ্খ
নীহারিকা, নক্ষত্রপুঞ্জ
জোৎস্নার জোনাকি,
শুধু তোমার অপেক্ষায় আছে
তুমি আসবে বলেই প্রিয়া।
ঘন কুয়াশার মতো দীর্ঘশ্বাস নিয়ে
ভালোবাসা দিবসও
তোমারই অপেক্ষায় আছে
তুমি আসবে বলেই প্রিয়া।।