বললাম আমি চল…
ঐ নীল আকাশ হই
নীল আকাশের ঘুড়ি হই
প্রজাপতি ডানা হই
দূর গগনের পাখি হই
তুমি বললে না না না।


বললাম আমি মেঘ হই
বয়ে যাওয়া বাতাস হই
স্নিগ্ধ-কোমল দুপুর হই
তোমার তাতেও মানা।


বললাম আমি জ্যোৎস্না হই,
জ্যোৎস্না ভরা চাঁদ হই
কোজাগরী রাত হই
তাতেও তোমার না না।


বললে তুমি মুখ বাড়িয়ে
তুমি শুধু আমারই হবে
আর তো কারও না না।।