ওহে অপরূপা-স্নিগ্ধা, মৃন্ময়ী-মানবী
তুমি যে মন-মোহিনী, কেড়েছ এ মন।
তোমার রূপেই আমি হয়েছি যে কবি
ওহে অপরূপ-স্নিগ্ধা, মৃন্ময়ী-মানবী।
আমার হৃদয়ে ভাসে তোমারই ছবি
তুমি কবে হবে আমার আপনজন?
ওহে অপরূপ-স্নিগ্ধা, মৃন্ময়ী-মানবী
তুমি যে মন-মোহিনী, কেড়েছ এ মন।


(ট্রায়োলেট মূলত আট পংক্তির ছোট কবিতা; যার মিল বিন্যাসের রীতি ক খ ক ক ক খ ক খ। এর মধ্যে প্রথম পংক্তির অনুবর্তন হয় চতুর্থ ও সপ্তম পংক্তিতে। অষ্টম পংক্তিটি রচিত হয় দ্বিতীয় পংক্তির সাথে মিল রেখে।)