******~~~~~~******
বিদায় বন্ধু, তোমায় আজকে দিলাম গো ছুটি !
করে দিও ক্ষমা পাছে যদি কিছু হয়ে থাকে ত্রুটি;
বন্ধু তোমার বিদায় বেলায় কি দেব উপহার;
নিঃশ্বাসে প্রাণ ছাড়া কী আমার আছে যে দিবার।


শূন্য গতরে আছে কিছু সুখ নেবে কিগো তুমি?
চাও যদি নাও কর পূর্ণ শূন্য এ ভূমি।
এ পরাণে হায় নাহি কিছু আর আছে চাইবার
যদি পারে দিতে তোমায় এ প্রাণ মোর উপহার।


বন্ধু তোমার বিদায় বেলায় তাই নিয়ে যাও
আমার চাওয়া শুধু তুমি সুখে থাকতে যে পাও।
নিয়ে উপহার দাও যে বিদায় তুমি গো এবারে-
বিদায় তোমারে বিদায় আমিও দেখা হবে ওপারে।।