এসেছে পৃথিবীতে আজ যেন এক গুপ্ত ঘাতক
আমরা সবাই আজ তাই শুধু ভীরু পলাতক;
ক্রমশ বাড়ছে আজ পৃথিবীর মৃত্যু, রক্ত, ঘুম
বাতাসে লাশের গন্ধ অভিশপ্ত ঐ লুব্ধ কুসুম,
ক্লান্ত পৃথিবীর দূরত্বে মেটে না, ঘাতকের সুখ
এত বিভীষণেও খুঁজছি নিত্যই আলোর মুখ।
বল! কবে হবে শেষ এই বিভীষিকাময় দিন?
হাজার প্রাণ বলিদানেও, শেষ হবে নাকি পৃথিবীর ঋণ?