সেই যে হঠাৎ নদীর ধারে বৃষ্টি এলো
জলের মায়ায় আকাশ নেমে মাটি ছুঁল,
তখন বৃষ্টি জলে ভিজতে বুঝি তুমিও এলে
ভোরের হাওয়ায় গোলাপ যেমন পাপড়ি মেলে
চন্দ্রপ্রভা তোমার শরীর বাসন্তী রং হলুদ শাড়ি
এলো চুলে চাঁপাফুলে মেঘের সাথে ভীষণ আড়ি
বৃষ্টি চুমে কাজল মেয়ের লাল হলুদে জাফরানী ঠোঁট
মায়ার ঝিলিক কাজল মাখা চোখের পাতায় দৃষ্টি অটুট
লজ্জাবতী গাছ টি যেমন চুপসে যাবে ছুঁয়ে দিলে
নাচছে যেন পাখ ছড়িয়ে ময়ূর পাখি পাখনা মেলে।।

ও,ও মেয়ে, বৃষ্টি জলে এমন করে নেচো না আর!
চোখের দেখায় মনের নেশায় যাচ্ছে গলে হৃদয় পাহাড়;
হঠাৎ তুমি দৃষ্টি দিলে আমার দিকে
লজ্জায় লাল মুখটি ঢেকে পালিয়ে গেলে এক পলকে
আজও আমি বৃষ্টি এলেই পথের পানে থাকি চেয়ে
আবার যদি নাইতে আসে বৃষ্টি জলে হলুদ মেয়ে।।