শুন খোকা, খোকুমনি
শুনরে আমার কথা
পাপী বাবা আমি তোদের
পারিনি দিতে কোটা।


ভর্তি করাতে পারিনা তোদের
তোদের নিজের যোগ্যতায়
মেধা সেথা শুধুই অযথা
অমূল্য ঐ কোটার যাতনায়।


কোটার মূল্য অমূল্য তাই
চাকুরী জুটে অল্প মেধায়
পদোন্নতিও কোটার জোড়ে
মেধাবীরা রয় পরে রয়।


জন্মটা নাহয় ভুলে আমার
কোটা হীনের ঘরে
তোরাও বাবা ভুল করিলি
দোষী করলি মোরে।


পারলে বাবা করিস ক্ষমা
দিস না অভিশাপ
জন্ম নিছিস কোটার দেশে
তোদের! এটাই আজন্ম পাপ।