ষোলই আগস্ট দুই হাজার তের!
একটি নোংরা ফুল; কলংকিত উদ্যান
সম্মিলিত প্রয়াসে সযতনে গড়া
আমাদেরই উদ্যান।


এইযে আমরা, বন্যপ্রাণীরা...
যারা উদ্যানেরই মালি; মুনাফাধারী
সমাজ বা রাষ্ট্রীয় আনুকূল্যে, সাজাই উদ্যান সযতনে
সদ্যোজাত তবুও নানান রসায়নে...
অপরিপক্কতেই কলি, কলি থেকে ফুল
কত যে ছলচাতুরী ও প্রলোভনে...


কেউ হয়তো একদিন, ঝরে পরে
পচে ঐশীদের মতো, সে দিন...
ভদ্রতার মুখোশে বন্যপ্রাণী সব দিব্যি ঘুরে বেড়ায় ।
দায়হীন সমাজ বা রাষ্ট্র তৃপ্তির ঢেকুর গিলতে
শুধু ঐশীদেরই অপরাধী সাজায়।


ঐশীর অপরাধ ক্ষমার অযোগ্য
শাস্তি, যথার্থই চাই কিন্তু যখন...
নিজের দিকে তাকাই, তাকাই সমাজ বা রাষ্ট্রের দিকে
ভাবি, এ শাস্তিতেই কি দায় মুক্তি হয়?
এ দায়, মুক্তির নয়।
মনেহয়,
ঐশীদের ক্ষমা করাই উচিত,
নয়তো ক্ষমা চেয়ে নেওয়া ।
তাহলে হয়তো রাষ্ট্রের দায়, কিছুটা হালকা হতো ।
এ দায়, মুক্তির নয়।