বঙ্গবন্ধু বলেছিলে তুমি,
"মেহনতি মানুষের মৌলিক অভাবসমূহ পুরন না হইলে,
বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিষ্ফল হইয়া যাইবে।"
চোখ মেলে যদি দেখতে, বলতে পারতে তুমিই
স্বাধীনতার সুফল পেয়েছি কতটুকু?
হে বঙ্গবন্ধু,
কাছে পেলে তোমায় কানেকানেই বলতাম
আজও পাইনি যা...
জানো তুমি?
মুখ ফোঁটে বলবো সে স্বাধীনতাও নাই।
হে মেহনতির বঙ্গবন্ধু,
মেহনতিরা আজও তোমার প্রতিক্ষায়।