থানার বাবু আমি, সম্মানী
লাখ টাকাও হাকাই, মফস্বলেই
অভিজাত পাড়ায় হলে...
ওসব তোদের মাথায় ধরবেনা।
তোকে তো করুণাই করলাম,
মাত্র তো এক হাজার টাকা।
তারপরও অভিমানে, সোজা ট্রেনের নীচে
বাপ-বেটি দুজনেই, মরে বেঁচে গেলি ।


আমরা কতক বাবুরা, কেরামান-কাতেবীন মার্কা নই।
ইচ্ছেমত লিখে , ইচ্ছেমত সাজাই
বাইশ দিনের শিশুও পায়নি রেহাই,
মামলায়, ভাইকে বোনের ধর্ষকও বানাই,
কাদের কেইস্, সেতো  সেকেলে।


বেঁচে গেলিরে হজরত আলী, মরেই বেঁচে গেলি।
তোরা হজরত আলীরা, বাঁচতে চাইলে মরে যা-
মরতে আর থানায় আসিসনা।