শহরটা আজ বড়ই থমথ‌মে,
থম‌কে গে‌ছে গ‌তি, হা‌রি‌য়ে‌ছে ছন্দ,
বা‌ড়িয়‌াছে উৎকণ্ঠা, উদ্ধেগ
চল‌ছে পক্ষ-‌বিপ‌ক্ষের চরম দ্বন্দ্ব।


একপক্ষ কর‌ছে আনন্দ উল্লাস,
কর‌ছে মি‌ষ্টি বিতরণ।
সা‌ড়ে তিন যুগ পর পে‌য়ে‌ছি বিচার
ম‌নে জা‌গিয়া‌ছে শিহরণ।


একাত্ত‌রের ঘাতক ওরা,
ওরাই রাজাকার।
উল্ল‌সিত চি‌ত্তে কা‌ড়িয়া নিত
সব মানবতা, অধিকার।


স্বজন হারা‌নোর কষ্ট বু‌কে
‌নির্ঘুম রাত কত , ক‌রিয়া‌ছি পার।
উচ্চ আদাল‌তের রায় আজ
হ‌য়ে‌ছে কার্যকর।


প্র‌তিক্ষা শে‌ষে ,আশাহত মন
‌পেল সান্তনা,
আন‌ন্দে অশ্রু‌সিক্ত নয়ন,
মু‌খে জয় বন্ধনা।


অন্যপক্ষ কর‌ছে প্র‌তিবাদ
কা‌লো কাপড়, ক‌রে প‌রিধান।
‌বিচা‌রের না‌মে নেতার সা‌থে
কর‌ছে প্রহশন।


শত্রু‌দেশ প্রেমে, স্ব‌দেশ প্রেম
‌দি‌চ্ছে বিসর্জন,
ফাঁ‌সির আসামী‌কেও, শহীদ ব‌লে
কর‌ছে সম্ব‌োধন।


রাজাকা‌রের উত্তরসূরী
‌দোহাই এবার, একটুকু চুপকর,
পা‌কিস্হান সংস‌দেও মন্ত্রীর ভাষ্য,
ওরাই ছিল, তা‌দের সহচর।


ঐ সহচর‌দের জয়গান তোমরা
ক‌রিওনা আর,
জা‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব তোমারও
এ দায় মু‌ক্তির।


‌ভেদা‌ভেদ ভু‌লিয়া ধ‌রিব মোরা
একই শ্লোগান,
একই সু‌রে গাইব মোরা
দায় মু‌ক্তির গান।