কত শত পোড়াইয়া কাঠ খড় করি বিদ্যার্জন
আধার ঘরেতে যেনগো আমি আলোর কিরণ।
কত আশায় বাঁধি বুক সর্ব পরিজনে
বসন্ত আগমন যেন ওগো, খোকার জীবনে।
দিন মাস বছর কত যে করিয়াছি পার
বল হে বসন্ত তুমি, রয়েছ কত দূর?


শীতের শুষ্কতায় ঝরে পরা পাতা যেমন
তেমনি ঝরে হাজারো খোকার চাকুরী  আবেদন।
কাহারো আবার মিলে চাকুরী  ভিটেমাটি বিসর্জনে
বল হে বসন্ত তুমি, রয়েছ কোনখানে?


কেউবা আবার ভিটেমাটি বিসর্জনে করে প্রবাস গমন
অতি সস্তায় শ্রম বেচে হারাইয়াছে যৌবন।
প্রতারিত হয়ে কেহ কেঁদে ভাসায় বুক
আত্নহনন করিছে কেহ সইতে নাপারি সে শোক।
বল হে বসন্ত তুমি, এও কি তোমারই রূপ?


ভগ্ন হূদয়ে স্বপ্নহীন প্রবাসী ফিরিবার কালে
কেউবা আবার ভিখারির মত হাত দুখানা তুলে,
"আমরাও কিছু পেয়ে থাকি..." আরও নানান ছলে।
ভিখারি নয়, ভিখারি মন ওদের
তবুও বিশেষ পদায়ন,
এখানে ওখানে ওরাই বারেবার করিতেছে হরণ।
হরিয়া হরিয়া সর্বগ্রাসী দানব ওরা আজ,
এসো হে নবীন, এসো হে জোয়ান হও আগুয়ান
ধর কলম লিখ অনাচার,  দানবমুক্ত করিতে এ সমাজ।
বল হে বসন্ত তুমি, রবে গো পাশে আজ।