বহুদূর অবধি স্পষ্টই দেখি
ক্ষীণ শব্দও শুনি স্পষ্টই ।
অন্ধ নই, নই কালাও
কেন তবে বারে বারে
যা দেখি, শুনি যা
মুখে আসে তারই উল্টোটা।
কখনও ভয়ে কখনও স্বেচ্ছায়
স্বভাব দোষেও এমন হয়।


এভাবে কত কাল আর?
দেয়াল যে ঠেকেছে পিঠে
ঘোরে দাঁড়ানোর এখনি সময়।
সত্য প্রকাশে নয় সংশয়,
হোক আজই এই প্রত্যয়।
সাদাকে সাদা, বলবো সর্বদা
মন্ধকে ভাল বলিবনা আর,
এ শিরধার নোয়াবার নয়।