ভাগ্যই অভাগার সান্তনার শেষ আশ্রয়।
প্রাপ্যতা বুঝিয়ে দেয়ার যৌগ্যতা
নিজেই স্বয়ং রেখেছেন বিধাতা।
যতটুকু তার করেছেন দান
বিবেকের আদালতে মানুষ দেয়নিতো প্রতিদান।
তাইতো অভাগা মারের পরও খায় মার
বুকের বোবা কান্না চোখের জল নির্ঝর
হঠাৎ শুষ্ক হাসিতে বলে উঠে অজান্তেই
বিচারকের বিচারও শেষ বিচারে হবে নিশ্চয়ই।