চাকায় পিষ্ট দেহখানি
রক্তে রঙিন হলো চাকা।
চালক মশাই পরমানন্দে
ব্রেক নাকষে সম্মুখপানে
বেপরোয়া সে চলছে অবিরাম
রক্তেরাঙা চাকা ঘুরে
পিচঢালা পথ রক্তে রঙিন
রক্তাক্ত আজ সারাটি দেশ।
ম্লান হলো আজ, অম্লান পতাকা।


মন্ত্রী মশাই মধুর হেসে
শাবাশ শাবাশ জয়োল্লাসে
বিবৃতিতে করিছে বন্দনা...
ভাবছেন রাঙা রাস্তা দেখে
শুধু চালকই নয়, চারুশিল্পিও সে
এঁকেছে দেখো মধুর আলপনা।


মন্ত্রী মশাই আপনি যদি
মৃত্যু নিয়েও করেন তামাশা
ইতর তুই, তুইই ইতর
বলেও মনে পাইনা সান্তনা।
শান্তি পাবো যেসব কথায়
ওসব কথা...
ছিঃ ছিঃ...
ওসব কথা!
মুখে বলা যায়না।