শামুক দেখে গা শিঁউরে উঠতেই পারে,
তাতে ভয়ের কিছু নাই।
ভয়তো পচা শামুককে,
আমি পচা শামুককে ভয় পাই।


পচা শামুকে পা কেটে কেটে,
বিচ্ছু জন্মেছে ঘরে ঘরে।
আমি বিচ্ছুকে ভয় পাই,
ভয় পাই বিচ্ছুবাহিনীকেও।


আর ঘৃণা করি…
বিচ্ছুবাহিনীর সামনের ঐ রাজহংসকে,
সে রাজহংস নয়!
সে পচা শামুক…
সে পচা শামুক এ সমাজে।