সবটুকু ফাল্গুন ছিলো তোমার বসন্তে,
আমার জন্য ছিলো শুধু চৈত্রের খরা।
তুমি জোছনায় ভিজেছো,
ফুল তুলেছো, মালা গেঁথেছো, শুনেছো
কোকিলের গান।
আর আমি বুকে দাবানল লুকিয়ে
হেঁটেছি শহরের উত্তপ্ত পিচে বহুক্রোশ,আর খুঁজেছি তোমায়।
এবার তবে বৈশাখী ঝড় হয়ে এসো হে
রমনী,করে দেও আমাকে লন্ডভন্ড।