একুশ বছর বয়সে আমি প্রেমিক হলাম,পরপুরুষ হলাম,
ভালবাসাহীন অযত্নে বেড়ে উঠা চারাগাছ থেকে বৃক্ষ হলাম।
একুশ বছর বয়সে আমি রক্ষক হলাম, উত্পাদক হলাম,
ভক্ষণ করে বিক্রিয়ক থেকে উত্পাদক হলাম।
একুশ বছর বয়সে আমি নাস্তিক হলাম, গাদ্দার হলাম,
বিভীষিকাময় নষ্ট ভাবনায় মানুষ থেকে পশু হলাম।
একুশ বছর বয়সে আমি ধুমপায়ী হলাম, এলকোহল খেলাম,
সদ্য তরুণ ফোটা কুঁড়ি থেকে বিষ ফুল হলাম।
একুশ বছর বয়সে আমি চুল বাড়ালাম, দাঁড়ি রাখলাম,
সরল কোমল আবরণ ছেড়ে রুক্ষ হলাম।