আগুন জ্বলচ্ছে,
মায়াময়ী সে আগুন।
প্রতিমা প্রতিরুপ আর কন্ঠবিলাসী
ঘুমন্ত মানুষ নিরব নন্দিনী
মৃত শহর পুড়ছে অধর দাবানলে।
আগুন জ্বলচ্ছে,
প্রণয়িনী আসঙ্গ রুপে,
তমসাচ্ছন্ন শব তরী প্রদীপ্ত শশীকরে
উন্মাদ শতযুগ মানব দলে দলে
মৃত শহর পুড়ছে অধর দাবানলে।
আগুন জ্বলচ্ছে,
মৃন্ময়ী তরুবনে।
ক্লান্ত প্রান্তর পথিক আপন মনে
তৃষ্ণার্ত কামানল হিংস্র আহারে
মৃত শহর পুড়ছে অধর দাবানলে।
আগুন জ্বলচ্ছে,
ক্রন্দিত নয়নে।
বাসনা-বিলাসী মৃত এই নগরে
অধিক প্রায়সে প্রিয়সীর চুম্বনে
মৃত শহর পুড়ছে অধর দাবানলে।