যদি একটা প্রভাত কাটতো আমার তোমার সাথে,
তোমায় নিয়ে পা বাড়াতাম মেঠো পথে;
পথের শেষে চারণ ভূমির দূর্বা ঘাসে,
ঘাস মাড়িয়ে বসবো আমি তোমার পাশে।
ঘুম কাতুরে দুচোখ তোমার, মেলছো তুমি ডেবডেবিয়ে,
দেখছি আমি আবছা আলোয়, মুখটি তোমার মন জুড়িয়ে।
নিবিড় আধার কাটছে এবার, নব ভোরের ঊষার আলোয়;
যেন সুপ্ত আকাশ মেলছে ডানা, অন্তরালে শশী মিলয়।
একটু দূরে বুনো হাসের ঝাঁপাঝাঁপির শব্দ আসে,
পাশেই তাহার কচুরিপানার জাল বিছিয়ে শাপলা ভাসে;
যখন মুগ্ধ চোখে দেখছো তুমি, নৈসর্গিকতার এই মৃদু হাসি,
তখন পদ্ম হাতে বলতাম তোমায়, -শোনো প্রিয়া,
আমি উন্মাদ তোমায় ভালোবাসি।